মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

মানুষ সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত : ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় মানুষ সুশাসন ও ন্যায়বিচার এবং মৌলিক অধিকার থেকে আজ বঞ্চিত। সব ধর্মের লোকদের ধর্মীয় অনুশাসন মেনে চলার সুযোগ রেখে ইসলাম প্রতিষ্ঠিত না হলে মানব জীবনের কোনো সমস্যারই সমাধান হবে না। দুনিয়ায় কল্যাণ ও আখিরাতে মুক্তির লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গঠন করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুহাম্মাদ ইয়াছিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলাইমান কবীর প্রমুখ।

মানববন্ধন শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর