রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সোনার দাম কমল ভরিতে ১৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রায় এক মাসের ব্যবধানে দেশের বাজারে সবমানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমেছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৯৮৩ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার ভরির দাম ছিল ৭৩ হাজার ৪৮৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সব মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমানো হয়েছে। রবিবার (আজ) থেকে নতুন দামে বিক্রি হবে। আগরওয়ালা বলেন, করোনাকালীন বিশ্ব অর্থনীতির জটিল সমীকরণের মধ্যে অস্থির আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে সোনার দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্যে বিক্রির অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ৬৮ হাজার ৫৩৩ টাকা। গতকাল পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৭০ হাজার ৩৩৩ দশমিক ৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬০ হাজার ৮৫ টাকা। আগের দাম ৬১ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতিতে সোনা প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ৭৬৩ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ৫১ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাজুস সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর