যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ, আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারব না, তবে ঘূর্ণিঝড়, বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার, আশ্রয়ণ ও পুনর্বাসনের জন্য আমরা অনেক সক্ষমতা অর্জন করেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। গতকাল ভোলার চরফ্যাশনে চর মানিকা, রসুলপুর এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াসে’ ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।