শিরোনাম
সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে

সুরক্ষা আন্দোলনের কনভেনশন

নিজস্ব প্রতিবেদক

আইনপ্রণেতা ও নাগরিক প্রতিনিধিরা বলেছেন, সরকারের উন্নয়নের ছোঁয়া সারা দেশের ন্যায় উপকূলীয় এলাকায় পৌঁছলেও টেকসই বেড়িবাঁধের অভাবে তা জোয়ারের পানিতে ভাসছে। উপকূলীয় এলাকার জীবন-জীবিকা আজ ঝুঁকির মুখে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণে বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন ও লিডার্স এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত এক বিশেষ কনভেনশনে এ দাবিসহ সাত দফা প্রস্তাবনা গৃহীত হয়। কনভেনশনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে সুন্দরবনের পাশ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর করোনা পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান ও ইয়াসের আঘাত সংকট আরও বাড়িয়ে দিয়েছে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। কনভেনশনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। আলোচনায় অংশ নেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আবদুুস সালাম মুর্শেদী এমপি, মো. আমিরুল আলম মিলন এমপি, এস এম শাহজাদা এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। কনভেনশনে ভার্চুয়ালি যুক্ত হন সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও ডা. আ ফ ম রুহুল হক এমপি।

 কনভেনশন সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিলচন্দ্র ভদ্র। মূল প্রবন্ধ উত্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, আন্তর্জাতিক সংস্থা কেএনএইচ জার্মানির প্রতিনিধি মনিরুজ্জামান মুকুল, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, ফেইথ ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জাকির হোসেন খান, কোস্ট ফাউন্ডেশনের মোস্তফা কামাল আকন্দ, ইউনাইটেড পারপাসের মাসুদ রানা, পার্লামেন্টনিউজ সম্পাদক সাকিলা পারভীন, স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমা প্রমুখ।

সর্বশেষ খবর