সিলেটে করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছেন। এতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন এ হাসপাতালের চিকিৎসকরা। রোগীদের চাপ বেশি থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত রোগী ভর্তি করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটি ১০০ শয্যার। কিন্তু গতকাল শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১০৫ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে ভর্তি ছিলেন। শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. নাফি মাহদি বলেন, সাম্প্রতিক সময়ে রোগীর চাপ অনেক বেড়েছে। ধারণক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। বাধ্য হয়েই অতিরিক্ত রোগী ভর্তি করতে হচ্ছে। তিনি বলেন, সবাই সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ করে ঈদের বাজার, পশুর হাটে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।