করোনা মহামারীর কারণে নিম্ন আয়ের মানুষের অভাব কিছুতেই ছাড়ছে না। কদিন পরে ঈদুল আজহা। প্রতি ঈদে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ভরসা ভিজিএফের চাল। এবার রংপুরের ৮ উপজেলা ও ৩ পৌরসভায় ভিজিএফের চালের বরাদ্দ এসেছে ৪ লাখ ২২ হাজার ৯১৫ জনের। তবে রংপুর সিটি করপোরেশনে ভিজিএফের কোনো বরাদ্দ আসেনি। ভিজিএফের চাল না আসায় সিটির হতদরিদ্র মানুষ হতাশ। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের ৮ উপজেলা ও ৩টি পৌরসভায় ভিজিএফের চাল বরাদ্দ এসেছে প্রায় ৪ হাজার ৩০০ মেট্রিক টন। জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়া হবে।