প্রতিবাদ সভা ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চট্টগ্রাম নগরীর সিআরবিতে শতবর্ষী গাছ কেটে কোনোভাবেই ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ও ১০০ আসনের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ করতে দেওয়া হবে না। চট্টগ্রামের চিকিৎসা সেবার জন্য অবশ্যই হাসপাতালের প্রয়োজন আছে, তবে এই সিআরবিতে নয়। সেটা অন্য কোথাও নির্মিত হোক। তবে সমাবেশে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। গতকাল নগরীর সিআরবিতে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ বন্ধে আয়োজিত প্রতিবাদ সভা ও প্রতীকী অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। গত বৃহস্পতিবার থেকে তিন দিন যাবত এই প্রতিবাদ সমাবেশ অব্যাহত আছে। এ ছাড়াও সংস্কৃতি কর্মীরা নাচ, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমেও প্রতিবাদ করে আসছেন। চট্টগ্রাম নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠকসহ নানা রাজনৈতিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ডা. একিউএম সিরাজুল ইসলাম প্রমুখ।