ভারতের ‘কালাম ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের মাসুমা মরিয়ম। দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্মরণে খোয়াব ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। শেরপুর পৌরশহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার প্রভাষক মোহাম্মাদ আলী ও ২০১৭ সালে গ্লোবাল টিচার্স প্রাইজ বিশ্বের সেরা পঞ্চাশ শিক্ষকের একজন শাহনাজ পারভীনের মেয়ে মাসুমা। চলতি মাসের ২৬ ও ২৭ জুলাই ভারতের খোয়াব ফাউন্ডেশন দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম স্মরণে তৃতীয়বারের মতো আয়োজন করেন কালাম ইয়ুথ লিডারশিপ কনফারেন্স। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুবরা অংশগ্রহণ করেন। এই কনফারেন্সে ‘কালাম ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ বছর ভারত, পাকিস্তান, ইয়েমেন, নাইজেরিয়া, আফগানিস্তান, ইরাক ও বাংলাদেশ থেকে বাইশজনকে এই পুরষ্কারে ভূষিত করা হয়। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে মাসুমা মরিয়মকে এই পুরষ্কার দেওয়া হয়। মাসুমা মরিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। যুব-সমাজের জন্যে ২০১৫ সাল থেকে কাজ করছেন নিজের প্রতিষ্ঠিত স্বপ্ন ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন সংগঠনে। ৩৪টি দেশের প্রায় সাড়ে ৭ শ’ তরুণ-তরুণী নিয়ে ভার্চুয়াল ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট সামিট আয়োজন করেছেন তিনি। তরুণদের মানসিক সুস্বাস্থ্যের জন্য শতাধিক যুবাদের নিয়ে ‘সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ট্রেইনিং’ও আয়োজন করেন তিনি।