মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এক দিনের ব্যবধানে ভেসে এলো আরও দুই মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

এক দিনের ব্যবধানে ভেসে এলো আরও দুই মৃত ডলফিন

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন -বাংলাদেশ প্রতিদিন

বঙ্গোপসাগরের ঢেউয়ের সঙ্গে কুয়াকাটার সৈকতে ভেসে আসছে একের পর এক মৃত ডলফিন। গতকালও বেলা সাড়ে ১২টার দিকে  সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় প্রায় ৮ ফুট দৈর্ঘ্যরে দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। প্রথমে এ মৃত ডলফিন দুটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে এ দুটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। এর আগেও শনিবার শেষ বিকালে জোয়ারের তোড়ে সৈকতে খাজুরা পয়েন্টে প্রায় ৭ ফুট দৈর্ঘ্যরে আরও একটি মৃত ডলফিন ভেসে আসে। এটিকেও স্থানীয় জেলেরা মাটি চাপা দিয়েছেন। তবে ডলফিনগুলোর মুখে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া মুখে রক্তাক্ত এবং জালের ছেঁড়া অংশ প্যাঁচানো রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এগুলোর বেশির ভাগ জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে মারা যেতে পারে। এরপর মৃত ডলফিনগুলো সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে তীরে আসে। তবে প্রতিটি ডলফিনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া এর আগেও কুয়াকাটা সৈকতের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি মৃত শুশুক প্রজাতির ডলফিন ও তিমি ভেসে এসেছিল। জেলে ইলিয়াস হোসাইন বলেন, মৃত এ ডলফিনগুলোর শরীরের উপরিভাগের চামড়া অনেকটা উঠে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, যাতে পরিবেশ ক্ষতি না হয়, সে জন্য জেলেদের মাধ্যমেই মৃত ডলফিনগুলেকে মাটি চাপা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর