আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। ১২ সেপ্টেম্বর থেকে বিভাগগুলো চাইলে স্বাস্থ্যবিধি মেনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে। গতকাল জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ২০২০-২১ অর্থবছরের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ প্রস্তুত রয়েছে তারা ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা নিতে পারবে। বিভাগগুলো তাদের স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষা নিতে পারবে। তবে এক দিনে বিভাগের একটি বর্ষের বেশি পরীক্ষা নিতে পারবে না। কোনো বিভাগ চাইলে অনলাইনেও তাদের পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা চলাকালে আবাসিক হলগুলো সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে একই বৈঠকে শিক্ষার্থীদের ২০২০-২১ অর্থবছরের হল ও পরিবহন ফি মওকুফেরও সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেসব শিক্ষার্থী আগেই এসব ফি দিয়েছেন তা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।