রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মূসক প্রত্যাহারে যাপ এফবিসিসিআইর সহায়তা চায়

নিজস্ব প্রতিবেদক

মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি পেতে এফবিসিসিআইর সমর্থন চেয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (যাপ)।

নৌপথে নদীর নাব্য সংকট ও যাত্রী স্বল্পতায় বিভিন্ন রুটে লঞ্চ পরিচালনা বন্ধসহ করোনা মহামারীর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে নৌযানের ওপর থেকে মূসক প্রত্যাহারে এ সহায়তা চাওয়া হয়। তাদের এ দাবির পক্ষে এনবিআরের কাছে সুপারিশ করতে এফবিসিসিআই সভাপতিকে অনুরোধ জানিয়েছেন যাপ নেতারা। গতকাল বিকালে এফবিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সমর্থন চায় সংগঠনটি। এ সময় ফুলের তোড়া দিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনকে অভিনন্দন জানান নেতারা। যাপের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল, সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, পরিচালক আবুল কালাম খান, পরিচালক মামুন অর রশিদ, সাবেক প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু এমপি ও সদস্য উপদেষ্টা কামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে এফবিসিসিআই সভাপতিকে সরকারের কাছে নিজেদের দাবি সংবলিত একটি চিঠি হস্তান্তর করেন যাপ সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর