সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে নকল কসমেটিক ও ভেজাল খাদ্য উৎপাদন, জরিমানা ১৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজার ও কামরাঙ্গীরচর এলাকায় নকল প্রসাধনীসামগ্রী ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বেলা ১২টা থেকে রাত পৌনে ১১টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, র‌্যাব-১০ ও বিএসটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে আকিব অ্যান্ড ব্রাদার্সকে ৬ লাখ টাকা, হাজী আবদুল মজিদ স্টোরকে ৫ লাখ টাকা, অপর্ণা ট্রেডিং এজেন্সিকে ৩ লাখ টাকা, পারভেজ ফুড প্রোডাক্টকে ২৫ হাজার টাকা, হিমেল ফুড প্রোডাক্টকে ২০ হাজার ও তালহা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা করে মোট ১৫ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২ লাখ টাকার ভেজাল প্রসাধনীসামগ্রীও জব্দ করা হয়। বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল প্রসাধনী ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর