শিরোনাম
বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে : তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে গতকাল ‘প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি : উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা -বাংলাদেশ প্রতিদিন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। দেশ আজ তাঁর নেতৃত্বে বদলে গেছে। স্বল্পোন্নত দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। গত ১২ বছরে দারিদ্র্য অর্ধেকে নেমে এসেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি : উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী,  দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সফিকুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের কাছে আমাদের অনেক ঋণ রয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। ঠিক একই ভাবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে না থাকলে আমরা দেশের এত উন্নয়ন পেতাম না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর