শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সিলেটে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

একুশ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মাওলানা শেখ আবদুস সালাম (৬২) মারা গেছেন। গতকাল বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আগের দিন তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল। মৃত্যুদন্ডপ্রাপ্ত হুজি সদস্য আবদুস সালাম বগুড়ার ধুনট উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মৃত শেখ মাজাহার আলীর ছেলে। সিলেটের ডিআইজি প্রিজন মো. কামাল আহমেদ জানান, একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য গত ৪ অক্টোবর সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয় শেখ আবদুস সালামকে। এরপর থেকে তিনি ওই কারাগারে ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেখ আবদুস সালাম দ্রুতবিচার ট্রাইব্যুনালের দুটি মামলায় মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ছিলেন।

এ ছাড়া তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় দুটি ও সুনামগঞ্জের দিরাই থানায় একটিসহ মোট আটটি মামলা রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর