শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বীর সিমেন্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

বীর সিমেন্টের যাত্রা শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে গতকাল জমকালো অনুষ্ঠানে বীর সিমেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের নতুন ব্র্যান্ড ‘বীর সিমেন্ট’-এর যাত্রা শুরু হয়েছে। দেশের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০তম দিবস উদ্যাপনকালে যাত্রা শুরু করা এ ব্র্যান্ড দেশের অগ্রযাত্রায় সহযোগী হিসেবে তাৎপর্যময় ভূমিকা পালন করবে বলে মনে করছে বসুন্ধরা গ্রুপ। গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বীর সিমেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় দেশের সবচেয়ে বড় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সব সময়ই সম্পৃক্ত রয়েছে। এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। বীরের দেশ আমাদের বাংলাদেশ। আগামী বাংলাদেশের জন্য টেকসই এক অবকাঠামো গড়তে বসুন্ধরা গ্রুপের নতুন সংযোজন বীর সিমেন্ট।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, সিমেন্ট ডিভিশনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) খন্দকার কিংশুক হোসেনসহ বসুন্ধরা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর