শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ এলাকা থেকে মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- কুষ্টিয়ার হাবিবুর রহমান, যশোরের মারুফুল ইসলাম, কুমিল্লার বোরহান উদ্দিন, কিশোরগঞ্জের সুরুজ, ঢাকার রুবেল ও নেত্রকোনার জহিরুল ইসলাম ওরফে রিয়াদ। তাদের কাছ থেকে চুরি করা ৮ হাজার ৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাকও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তুরাগের নতুন বাজার খালপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল র‌্যাব-৪ এর এএসপি (মিডিয়া) মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ঢাকা মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে আসছে। তারা চোরাই লোহা, ইস্পাত, তার ও মেশিন বহনযোগ্য করে ঢাকা শহরের বিভিন্ন স্থানের পুনঃ লোহা তৈরির কারখানায় বিক্রি করতো। গ্রেফতার হাবিবুর এই চক্রের মূল হোতা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর