রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় চুয়েট কুয়েট রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা গতকাল খুলনায় অনুষ্ঠিত হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের পরীক্ষা ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে কুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ভর্তি পরীক্ষার কক্ষসমূ হ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১২০ জনসহ ১৬টি বিভাগে ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর