সিলেটের কোম্পানীগঞ্জে নির্বাচনে জয়লাভ করে দুধ দিয়ে গোসল করেছেন এক ইউপি চেয়ারম্যান। গতকাল তার গোসলের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি আপলোড করেছিলেন। পরে দর্শকদের নেতিবাচক মন্তব্যের কারণে তিনি ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন। তবে এর আগেই ভিডিওটি ডাউনলোড করে অনেকে নিজেদের ফেসবুকে আপলোড করলে ভাইরাল হয়ে পড়ে। জানা গেছে, উপজেলা বিএনপির সদস্য আলমগীর এবার নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে চেয়ারম্যান প্রার্থী হন। প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন। তিনি ওই ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। আলমগীর হোসেন আলম বলেন, ‘আমার আম্মা এবং চাচি পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন। নির্বাচনে বিজয়ের পর তারা আমাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলাম। সেটি ভাইরাল হয়ে যায়। পরে অনেকে নেতিবাচক মন্তব্য করায় তা সরিয়ে ফেলেছি।