ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপ পর্যন্ত ৩৯ জন নাগরিক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে অতিসত্বর মানুষ হত্যার ‘ভয়ংকর ও মর্মান্তিক নির্বাচন’ বন্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচনী নাটকের নামে নির্বাচনী সহিংসতায় ৩৯ জনের প্রাণহানি প্রজাতন্ত্রের জন্য খুবই ভয়ংকর ও মর্মান্তিক। এ সবই শাসক দলের অন্তঃকোন্দল ও গণতন্ত্রবিহীন হিংস্র রাজনীতির কুফল।
প্রতিজন নাগরিক হত্যার দায় সরকার এবং নির্বাচন কমিশনকে বহন করতে হবে।তিনি বলেন, সরকারকে অতিসত্বর মানুষ হত্যা এবং ভোটারবিহীন নির্বাচনের নাটক বন্ধ করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই সব নির্বাচনের আয়োজন করতে হবে।