বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে বলেছেন, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে দেশের জনগণ আপনাদের ঝেটিয়ে বিদায় করবে। পালাবার পথও খুঁজে পাবেন না। আমরা কথার কথা বলছি না, এটাই হবে। গতকাল বিকালে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটে দলীয় কার্যালয়ে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে এই কর্মিসভা হয়। মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচন নির্বাচন করে। আমরা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন দেখেছি, কীভাবে তারা জোর করে ফলাফল ঘোষণা করেছে। ২০১৮ সালে আগের রাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছি। এ দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না করবেন। তিনি বলেন, আমি এখানে আসার আগে শুনলাম বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এরা (সরকার) কত ছোট ও সংকীর্ণ মনের হতে পারে- এভাবে তারা আমাদের বাধা প্রদান করে। আমাদের ওপর যত নির্যাতন করুক, কার্যালয় বন্ধ করুক, এভাবে তো কোনো লাভ হবে না। তাদের যেতে তো হবেই। এদের (সরকার) সময় শেষ হয়ে এসেছে। আর চিন্তা করার কারণ নেই। জনগণের বিজয় হবেই।