সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কবে খুলবে চট্টগ্রাম মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ দীর্ঘদিন ধরেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বারবার সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ গত ২৯ অক্টোবর সংঘর্ষের ঘটনায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন চমেক শিক্ষার্থী মাহাদি জে আকিব। এরপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ক্যাম্পাস। ২০ দিন পর গত বৃহস্পতিবার আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে পারবেন কি না- তা এখনো সিদ্ধান্ত হয়নি। চমেক কখন খুলবে তা এখনো জানেন না শিক্ষার্থীরা। তবে চমেক কর্তৃপক্ষ বলছে, চলতি সপ্তাহে একটি মিটিং আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে কখন চমেক খুলবে। জানা যায়, গত ২৯ অক্টোবর চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন চমেক ছাত্র মাহফুজ ও নাইমুল। এ সংঘর্ষের জেরে পরদিন সকালে চমেকের প্রধান ফটকের সামনের সড়কে মাত্র ৫০ সেকেন্ডেই ৮-১০ জন যুবক এমবিবিএস ৬২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি জে আকিবের ওপর হামলা চালিয়ে থেঁতলে দেয় তার মাথার খুলি। চমেক অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বলেন, ‘দু-এক দিনের মধ্যেই কলেজের একটি মিটিং আছে।

 সে মিটিংয়ে সিদ্ধান্ত হবে কখন চমেক খুলবে। অসুস্থ আকিব সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। ক্যাম্পাসও এখন শান্ত। সামগ্রিক বিষয় ও পরিবেশ বিবেচনা করে আমরা কলেজ খোলার সিদ্ধান্ত নেব। তবে কলেজ খুললেও ক্যাম্পাসে মিছিল মিটিং ও সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে।’

চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, ‘আকিব সুস্থ হয়ে তার গ্রামের বাড়ি ফিরেছে। এখন হাঁটাচলাও করছে। মাথায় যে অংশে আঘাত পেয়েছে সেখানে চামড়ার মতো আবরণ তৈরি করা হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর তার মাথার হাড়ের অংশটি ছোট একটি অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।’

আকিবের দেখভাল করা চমেকের ৬০তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ দাশ বলেন, ‘সুস্থ হয়ে আকিব এখন তার গ্রামের বাড়ি ফিরেছেন। আমরা চাই, ক্যাম্পাস শান্ত থাকুক। শান্ত ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম পরিচালিত হোক। অন্যথায় আমরা পড়ালেখায় পিছিয়ে যাব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর