শিরোনাম
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সেনাবাহিনীর বিজয় দিবস লোগোর মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতকৃত মহান বিজয় দিবস লোগো’র মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত হবে দেশের প্রতিটি প্রান্তে। বর্তমানে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দুর্দান্ত কাজ করার মধ্য দিয়ে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি সংযোজন করে সশস্ত্র বাহিনীকে আরও সমৃদ্ধ করা হচ্ছে।

রাজধানীর ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে নবম পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস কুচকাওয়াজ ২০২১-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো’র পটভূমি বর্ণনা করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ সময় তিনি স্পিকারের হাতে নবম পদাতিক ডিভিশনের জিওসি লোগো সম্বলিত ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা ক্লাবে আয়োজিত মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকা প্রকাশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  তথ্য প্রবাহ ও বিশ্বায়নের যুগে মুহূর্তের মধ্যে সংবাদ পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে। সঠিক সংবাদ জীবনকে নানাভাবে প্রভাবিত করে। সঠিক সিদ্ধান্ত নিতেও তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

 

 তাই জনকল্যাণ নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জরুরি। এ সময় তিনি ঢাকা প্রকাশের সার্বিক সফলতা কামনা করেন। পরে তিনি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ভিডিও বার্তা দেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সায়ীদ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন  ঢাকা প্রকাশ- এর সম্পাদক  মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর