মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ইরাকের সঙ্গে বাণিজ্য প্রসারে গুরুত্ব দিলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইরাক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, যে বন্ধুত্বের ভিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ইরাকের সঙ্গে বন্ধুত্বের গুরুত্বের বিষয়টি তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ জুলাই ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় ভবনে স্পিকারের কার্যালয়ে গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইরাকের চার্জ ডি এফেয়ার্স আবদুল সালাম সাদ্দাম মুহাইছেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, এ সময় তারা ইরাক-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দুই দেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। ইরাকের চার্জ ডি এফেয়ার্স আবদুল সালাম সাদ্দাম মুহাইছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশের জন্মের পর থেকেই ইরাক বন্ধুপ্রতীম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বকরের আমন্ত্রণে ১৯৭৪ সালে ইরাক সফর করেন, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করেছিল। এ সময় ইরাকের চার্জ ডি এফেয়ার্স ঢাকায় ইরাক দূতাবাসের উদ্যোগে ইরাকের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে স্পিকারকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার ইরাকের শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর