মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খেলাপি ঋণ নামিয়ে আনব সিঙ্গেল ডিজিটে : আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর শেষে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা হবে উল্লেখ করে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান বলেছেন, করোনার প্রাদুর্ভাব কাটিয়ে দেশের ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। করোনা না থাকলে বিগত বছর শেষেই শ্রেণিকৃত ঋণ আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে পারতাম।

তিনি বলেন, বিগত ২০২১ বছর শেষে রেকর্ড ২ হাজার ২০৫  কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০২০ সাল শেষে ব্যাংকটির এ মুনাফা ছিল ২ হাজার ১৫৩ কোটি টাকা। বিদায়ী বছর শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যাংকটির শ্রেণিকৃত লোনের পরিমাণও কমেছে প্রায় ১ হাজার ২৭৭ কোটি টাকা। গতকাল গণমাধ্যমে সোনালী ব্যাংকের এমডি এসব কথা বলেন। তিনি বলেন, সোনালী ব্যাংকের এ সাফল্যই প্রমাণ করে ব্যাংকে এখন সুশাসন নিশ্চিত হয়েছে। তবে মুনাফা নয়, গ্রাহক সন্তুটিই আমাদের মূল লক্ষ্য। ২০২১ সাল শেষে সোনালী ব্যাংকের মোট বিতরণকৃত ঋণ ও অগ্রীমের পরিমাণ ৬৯ হাজার ৩১৭ কোটি টাকা, যা ২০২০ সালের চেয়ে ১০ হাজার ৬৯৪ কোটি টাকা বেশি। বর্তমানে দেশের সর্বোচ্চ ডিপোজিট এখন সোনালী ব্যাংকের।

গত বছরে মোট ৮৪২৮ কোটি টাকা ডিপোজিট বেড়েছে। বর্তমানে ব্যাংকটিতে মোট ডিপোজিট ১ লাখ ৩৪ হাজার ৩০৭ কোটি টাকা। এই বিপুল ডিপোজিটকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ব্যাংকটি আগামী দিনগুলোতে সব সূচকে আরও ভালো করবে বলে মনে করেন ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ইনভেস্টমেন্টও গত বছর শেষে দাঁড়িয়েছে ৭১ হাজার ৮৪৯ কোটি টাকা যা ২০২০ সালের চেয়ে ৪ হাজার ৮১২ কোটি টাকা বেশি।

সর্বশেষ খবর