শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শেকৃবিতে দেড় যুগ পর বন্ধুত্বের বন্ধনে লুব্ধক

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর ভোরের কুয়াশার আড়মোড়া ভেঙে শিশিরভেজা সবুজ ঘাসের ক্যানভাসে দেড়যুগ আগে যারা কৃষিশিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন ঠিকানা খুঁজে পেয়েছিলেন তারাই দেড়যুগ পেরিয়ে বন্ধুত্বের বন্ধনে আবারও প্রাণে প্রাণ মিলিয়েছেন চিরচেনা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়জীবনের ঠিক প্রথম দিনটির মতোই। গতকাল বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে লুব্ধক-৬৩ ব্যাচের কৃষিবিদগণ সকালে তাদের পুনর্মিলনীর আনুষ্ঠানিকতা শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ অনুষ্ঠান ছড়িয়ে পড়ে ক্যম্পাসজুড়ে। লুব্ধকের সবাই মিলিত হয়েছিলেন তাদের স্ব-স্ব পরিবার নিয়ে। তাদের সন্তানরা ঘুরে দেখেছেন ক্যাম্পাস, সবুজ অরণ্যেঘেরা আধুনিক গ্রাম শেকৃবিকে। বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁঁইয়া, বিশেষ অতিথি শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, ‘মনে পড়ে যায় তোমাদের কাছে যেতাম, কখনো গালমন্দও করতাম, তোমাদের ভালোর জন্যই করতাম। তোমাদের মনে রাখতে হবে এ প্রতিষ্ঠানটি দেশের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি। তোমাদের চেহারায় এখনো তারুণ্যের যে দ্যুতি তা দিয়ে তোমরাও দেশ-বিদেশে সর্বোচ্চ আসনগুলো দখল করে নেবে প্রত্যাশা রাখি।’ একরঙা টি-শার্ট গায়ে ব্যান্ডের তালে র‌্যালি করেন অ্যালামনাইগণ। অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় খেলাধুলার আয়োজন, কৃষিবিদগণের সন্তানদের জন্য ছিল শিশুদের আসর, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর