মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গুণে-মানে সেরা হওয়ায় দিন দিন বাড়ছে বসুন্ধরা সিমেন্টের চাহিদা

নিজস্ব প্রতিবেদক, যশোর

গুণে-মানে সেরা হওয়ায় দিন দিন বাড়ছে বসুন্ধরা সিমেন্টের চাহিদা

যশোরে গতকাল বসুন্ধরা সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। মধ্যাহ্নভোজের পর এ অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেরা ৫ বিক্রেতার মাঝে পুরস্কার বিতরণ করেন বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার -বাংলাদেশ প্রতিদিন

প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে যশোরে অনুষ্ঠিত হলো বসুন্ধরা সিমেন্টের হালখাতা। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে বসুন্ধরা সিমেন্টের যশোর অঞ্চলের ডিলার মেসার্স আশরাফুল ইসলাম-এর স্বত্বাধিকারী আশরাফুল ইসলামের অফিসে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. পলাশ আখতার, এরিয়া সেলস ম্যানেজার মো. রুহুল আমিনসহ যশোরের ৩০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। পরে পাঁচজন সেরা রিটেইলারের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো রেজা এন্টারপ্রাইজ, মৌসুমী ট্রেডার্স, শাওন এন্টারপ্রাইজ, লালন এন্টারপ্রাইজ ও ভাই ভাই ট্রেডার্স।

অনুষ্ঠানে মো. পলাশ আখতার বলেন, ‘তৃণমূল পর্যায়ে বসুন্ধরা সিমেন্টের বিক্রেতারাই মূলত কোম্পানির প্রাণ। তাই বসুন্ধরা সিমেন্টের বিক্রেতাদের যাবতীয় সুবিধা, অসুবিধা আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

যশোর অঞ্চলের ডিলার আশরাফুল ইসলাম বলেন, ‘গুণে-মানে সেরা হওয়ায় বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। বেশি বিক্রি হওয়ায় বিক্রেতারাও ভালো লাভ করতে পারছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর