শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ জাতীয় গ্রন্থাগার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। এবার স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। দিবসটি উপলক্ষে আজ গ্রন্থাগার অধিদফতরের সামনে বেলা ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। ২০১৮ সালের এই দিনে প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকা দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর