শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গ্যাসের মূল্য না বাড়ানোর আহ্বান এনপিপির

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে জ্বালানি গ্যাসের মূল্য না বাড়ানোর আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশাহারা। গ্যাসের মূল্য বৃদ্ধি করলে নতুন করে সবকিছুর দাম বাড়বে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ড. ফরহাদ বলেন-  গ্যাসের মূল্য বাড়ানো হলে তা হবে জনবিরোধী সিদ্ধান্ত। ইতোপূর্বে তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। এ ছাড়া গ্যাসের বিল পরিশোধ করার পরও রান্নার জন্য লাইনে গ্যাস পায় না সাধারণ মানুষ। তারপরও নিয়মিত বিল দেওয়ার পাশাপাশি বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকে। কেউ কেউ কাঠের চুলাও ব্যবহার করছেন। এ অবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ হলে জীবন বাঁচাতে মানুষের মাঝে হাহাকার উঠবে। আরও বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইমাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর