রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দিল্লিতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার দেখে অভিভূত কিউবার রাষ্ট্রদূত

নয়াদিল্লি প্রতিনিধি

কিউবার নতুন রাষ্ট্রদূত আলেজন্দ্রো সিমানকাস মারিন দিল্লিতে প্রেস ক্লাব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ দেখে অভিভূত হয়েছেন। মিডিয়া সেন্টারে বঙ্গবন্ধুর জীবনের নানাদিক সংবলিত একটি স্থায়ী চিত্র প্রদর্শনী রয়েছে। সেখানে রয়েছে ১৯৭৩ সালের বঙ্গবন্ধু ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর একান্ত বৈঠকের আলোকচিত্র। ওই বৈঠকের পরে কাস্ত্রো বঙ্গবন্ধুকে ‘হিমালয়ের সমান মানবপ্রেমী’ বলে অভিহিত করেছিলেন। আলোকচিত্রটি দেখে রাষ্ট্রদূত মারিন বলেন, এখানে ‘ফিদেল ও বঙ্গবন্ধুর বিরল আলোকচিত্র দেখে আমি মুগ্ধ। বঙ্গবন্ধু কিউবায় অসম্ভব জনপ্রিয়। যেমন ফিদেল ভারত ও বাংলাদেশেও জনপ্রিয় রাষ্ট্রনেতা।’ রাষ্ট্রদূত মারিন ভারতের সঙ্গে বাংলাদেশেরও দায়িত্বপ্রাপ্ত। গত সেপ্টেম্বর মাসে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় এই মিডিয়া সেন্টার স্থাপিত হয়। উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সর্বশেষ খবর