রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নবম বেতন কমিশন গঠন দাবিতে আলটিমেটাম সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক

নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল ঢাকা মহানগরের প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সরকারের প্রতি এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। নইলে ১ মার্চ ঢাকা মহানগরীর সব দফতর, অধিদফতর, পরিদফতরের কর্মচারীদের নিয়ে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সম্মেলনে মো. আলাউদ্দিন সভাপতি ও মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট  ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর