রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আত্মহত্যা রুখতে শিক্ষার্থীদের শপথ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আত্মহত্যা রুখতে এবং হতাশামুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পেইন এবং শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি র‌্যালি পরিচালনা করা হয়।  আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস আমানুল্লাহ, যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহিদা এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানসেন রোজ। ক্যাম্পেইনটির প্রতিপাদ্য বিষয় হলো, আত্মহত্যা রোধে করণীয় সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। সেই লক্ষ্যে নিজেদের এবং আশপাশের মানুষকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে একটি শপথবাক্য পাঠ করা হয়েছে।

সর্বশেষ খবর