রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঐতিহ্য ধরে রেখে পুরান ঢাকার উন্নয়ন কাজ করতে হবে

ঐতিহ্যের সঠিক সংজ্ঞা ও সংখ্যা নির্ধারণ জরুরি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ঐতিহ্যের একটি সংজ্ঞা ও সংখ্যা নির্ধারণ করা থাকে। কিন্তু আমাদের দেশে নেই। তাই ঐতিহ্য রক্ষায় কাজ করা যেমন জরুরি তেমনি এর সংজ্ঞা ও সংখ্যা নির্ধারণ করাও জরুরি। পুনরুন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই ঐতিহ্য ধরে রেখে পুরান ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় কাজ করতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুন্নয়ন : কর্তৃপক্ষের করণীয় ও বিশেষজ্ঞ ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এর আয়োজন করে। সেমিনারে ডুরা সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে গবেষণাপত্র উপস্থাপন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল এরিয়া প্ল্যানের (ড্যাপ) প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুরা সাধারণ সম্পাদক শাহেদ শফিক। মো. আশরাফুল ইসলাম বলেন, ‘বেশির ভাগ ভবন মালিক বলেন বাবার বাড়ির ঐতিহ্য সংরক্ষণ করবেন। বর্তমানে ইতিহাসের বিবর্তনে পুরান ঢাকার অনেক ঐতিহ্য হুমকির মুখে। এগুলো রক্ষায় রাষ্ট্রীয় প্রণোদনা দরকার। আটটি থানা আর ২৩টি এলাকাজুড়ে দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ একটি স্থানে পুরান ঢাকা। এ এলাকার উন্নয়ন ও পরিবর্তন ছাড়া রাজধানীর পরিবর্তন সম্ভব নয়। অথচ এ জায়গাটুকুতে জনগণত্ব অনেক বেশি।’ সেমিনারে ঐতিহ্যের সংজ্ঞা আগে নির্ধারণ করতে হবে বলে মত দেন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম। তিনি বলেন, ‘একদিকে ঐতিহ্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে জরাজীর্ণ ভবনের কথা বলা হচ্ছে।

সর্বশেষ খবর