রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় ‘উজানে মৃত্যু’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘উজানে মৃত্যু’

নাটকের দল পালাকার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘উজানে মৃত্যু’। গত সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করা হয়। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন শামীম সাগর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান শুভ, চারু পিন্টুু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, সাজ্জাদ হোসেন, মুনিরা অবনী, ফাহমিদা মল্লিক, অধরা হাসান প্রমুখ।

গ্রন্থাগার দিবস উদ্যাপিত : ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপনের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল দেশব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন করেছে গণগ্রন্থাগার অধিদফতর। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। গণগ্রন্থগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

সর্বশেষ খবর