সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বান্দরবানে সেনাবাহিনী প্রধান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সেনাবাহিনী প্রধান

বান্দরবানের রুমা উপজেলার বথি ত্রিপুরাপাড়ায় পুকুরপাড়া ক্যাম্পের সেনা টহলের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পর গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি রুমা গ্যারিসনে সেনাবাহিনীর অফিসার ও সৈনিকদের সঙ্গে কথা বলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুপুরে একটি সামরিক হেলিকপ্টারযোগে রুমায় পৌঁছেন। এ সময় বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত বুধবার ২ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন পুকুরপাড়া ক্যাম্পের টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং সৈনিক ফিরোজ হোসেন গুলিবিদ্ধ হন। এ অবস্থায় সেনাবাহিনীর জওয়ানরা পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেনা জওয়ানরা সেখানে তল্লাশি চালিয়ে তিন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ ও কিছু গোলাবারুদ উদ্ধার করে।

সর্বশেষ খবর