সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিজ্ঞাপনে সার্বিক কর কমানোর দাবি নোয়াব ও অ্যাটকোর

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞাপন নিয়ে টেলিভিশন চ্যানেলগুলোকে দ্বৈত করের বোঝা যেন বহন করতে না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)। সংবাদপত্র শিল্পেও সার্বিকভাবে কর কমানোর দাবি জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (নোয়াব)। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনার অংশ হিসেবে সংবাদপত্র এবং টেলিভিশন মালিকদের সংগঠনের আলোচনায় এসব বিষয় উঠে আসে। ব্যবসায়ী সংগঠনগুলোর পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে গতকাল শুরু হওয়া প্রাক-বাজেট আলোচনার প্রথম দিনে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় সংবাদপত্র শিল্প সংশ্লিষ্টদের। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ সভাপতি একে আজাদ বলেন, সংবাদপত্র আয়ের উপর টিডিএস ট্যাক্স ৪ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা প্রয়োজন। উৎসস্থলের কাঁচামালের উপর ৫ শতাংশের স্থলে এআইটি শূন্য শতাংশ করা জরুরি। বিজ্ঞাপনের করের টাকা যাতে এক সোর্স থেকে কেটে রাখা হয় এমন দাবি জানান অ্যাটকো’র সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

সর্বশেষ খবর