সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অনশন স্থগিত শিক্ষক নিবন্ধনধারীদের

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবিতে ১৬তম নিবন্ধনধারীদের অনশন ও অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুরু হওয়া এ কর্মসূচি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খানের আশ্বাসে স্থগিত করা হয়েছে জানিয়েছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের সভাপতি এমএ আলম। এর আগে, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন নিবন্ধনধারীরা। পরে সেখান থেকে এসে বিকাল ৩টায় এনটিআরসিএ কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাকরিপ্রার্থীরা যোগ দেন।

চতুর্থ গণবিজ্ঞপ্তি ফোরামের সভাপতি এমএ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অনশন চলাকালে আমাদের ৫ জন প্রতিনিধি এনটিআরসিএর চেয়ারম্যান স্যারের সঙ্গে সাক্ষাৎকার করেন। তিনি আগামী মার্চের শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।’

 

সর্বশেষ খবর