সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সার্চ কমিটি নিয়ে জনগণের আগ্রহ নেই : এনপিপি

নিজস্ব প্রতিবেদক

২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সার্চ কমিটি বা নির্বাচন কমিশন নিয়ে জনগণের আগ্রহ নেই। মানুষ বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ফরহাদ বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এই কমিটির দ্বারা মনোনীত নির্বাচন কমিশন হবে সরকারের আস্থাভাজন। জনগণের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা,  প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইমাম।

সর্বশেষ খবর