শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গভীর রাতে বাল্কহেডের ওপর সুরভী-৭, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গভীর রাতে বাল্কহেডের ওপর সুরভী-৭, আতঙ্ক

ঢাকা-বরিশাল রুটের এমভি সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবে গেছে একটি বাল্কহেড। বুধবার রাতে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঘটে এ ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়েন লঞ্চের ৫ শতাধিক যাত্রী। পরে অন্য একটি লঞ্চে যাত্রীদের গতকাল বেলা ১১টায় বরিশালে নিয়ে আসা হয়। যাত্রীরা জানান, বুধবার রাত ৯টায় ৫ শতাধিক যাত্রী নিয়ে সুরভী-৭ লঞ্চটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা করে। রাত ১১টার দিকে ধলেশ্বরী নদীতে লঞ্চটির ধাক্কায় একটি বাল্কহেড ডুবে যায়। পরে লঞ্চটি তীরে ভিড়ে তলদেশ পরীক্ষা করে দেখা যায় তলানিতে পানির স্তরের ওপর ফাটল। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে লঞ্চটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রা স্থগিত করেন। এদিকে ডুবে যাওয়া বাল্কহেডের ৬ শ্রমিকের মধ্যে ৫ জন সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। নিখোঁজ থাকেন মোতালেব (৫৫) নামে  এক শ্রমিক। ১৭ ঘণ্টা পর গতকাল সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে নৌপুলিশ ও কোস্টগার্ড সেখানে অবস্থান করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর