কমোডর মোহাম্মদ সোহায়েলকে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সকালে নৌ সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাঁকে রিয়ার অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। তিনি ২৭ ফেব্রুয়ারি নতুন কর্মস্থলে যোগদান করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় ১ জানুয়ারি ১৯৮৮ সালে কমিশন লাভ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি ও সদর দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
তিনি দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে অংশগ্রহণ করে নৌবাহিনীর এনইউপি পদক লাভ করেন। তিনি সততার সঙ্গে অসামান্য সেবা ও অবদান রাখায় রাষ্ট্রীয় শুদ্ধাচার পদক ও নৌ প্রদানের প্রশংসা পদক অর্জন করেন।
রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের ফ্যাকালটি (ডাইরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইনস্ট্রাক্টর) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি এলিট ফোর্স র?্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার উইং পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় গণমাধ্যমে বেশ প্রাণবন্ত ছিলেন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখেন। অসামান্য অবদানের জন্য তাঁকে রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়।এ ছাড়া তিনি ডিজিএফআই সদর দফতরের কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) ও অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরোয় (আইএবি) কর্নেল জিএস হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নৌ সদর দফতরের পরিচালক সাবমেরিন হিসেবে কর্মরত।