রাজনৈতিক সংলাপের জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। চলতি বছরের প্রথমভাগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক জয়েন্ট কনসালটেটিভ কাউন্সিলে অংশগ্রহণের জন্য এ আমন্ত্রণ। ফ্রান্সের রাজধানী প্যারিসে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে জয়শংকর এ আমন্ত্রণ জানান। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকের আগে অন্যান্য যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সম্পন্ন করার বিষয়ে দুই পক্ষ জোর দেয়। ১৮টি দেশে সাফল্যের সঙ্গে যৌথভাবে মৈত্রী দিবস পালনের বিষয়টি দুই মন্ত্রী উল্লেখ করেন। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিষ্পন্ন করার বিষয়ে পুনরায় জোর দিয়ে আবদুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলাপ করেন। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত হয়।
উভয় পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়ন আয়োজিত ইন্দো-প্যাসিফিক সহযোগিতা সম্পর্কিত এক ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য প্যারিসে অবস্থান করছেন।