কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশে তৈরি অস্ত্রসহ পাঁচ তালিকাভুক্ত সন্ত্রাসী আটক করেছেন ১৪ এপিবিএন সদস্যরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৭ নম্বর ক্যাম্পের নৌকার মাঠ পাহাড়ের নিচ থেকে তাদের আটক করা হয়। তাদের থেকে ৩টি দা, ২টি রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলেন- ২০ নম্বর ক্যাম্পের আইয়ুবের ছেলে আরাফাত উল্লাহ (২৫), জোবায়ের (৩১), নুর কবিরের ছেলে নুরুল হাকিম (১৯), ৭ নম্বর ক্যাম্পের আলী হোসেনের ছেলে আয়াত উল্লাহ (১৯), ৪ নম্বর ক্যাম্পের মৃত সুলতান আহমদের ছেলে সাবুর হক (৪৭)। জব্দ অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেন বলেন, নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন অস্ত্রসজ্জিত কয়েক সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে ৭ নম্বর ক্যাম্প পাহাড়ের নিচে অবস্থিত পরিত্যক্ত একটি ঘরে মিলিত হয়েছে। সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়।