বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সৌরবিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রিকশা-অটোরিকশাগুলোর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চাপ পড়ছে বিদ্যুতের ওপর। এ কারণে রাজশাহী শহরে সৌরবিদ্যুতের মাধ্যমেই রিকশা-অটোরিকশার ব্যাটারি চার্জের চিন্তা করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের দিক-নির্দেশনায় সোলশেয়ার ও বেটার টুমোরো ভেঞ্চার নামে দুটি সংস্থার সহযোগিতায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি) এই প্রথম রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির একটি যুগোপযোগী পাইলট প্রকল্প হাতে নিয়েছে। বিএটি বাংলাদেশ রাজশাহী শহরের কাঁঠালবাড়িয়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ছাদে সোলশেয়ারের মাধ্যমে ১ হাজার ৩৫০ স্কয়ার ফুট সৌর প্যানেল স্থাপন করেছে। এ প্যানেলের মাধ্যমে দিনভর সৌরশক্তি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। এখানে রাতের বেলা জাতীয় গ্রিড থেকে ব্যাটারিচালিত যান পুনরায় চার্জ গ্রহণ করে থাকে। এ পুরো প্রক্রিয়াটি নেট মিটারিং সিস্টেমে সম্পন্ন হয়। এ চার্জিং স্টেশনে স্মার্ট চার্জার স্থাপন করা হয়েছে, যা ব্যাটারির সক্ষমতা ও স্থায়িত্ব বাড়িয়ে তুলবে।

এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বিদ্যুতের জন্য জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা কমবে। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় মেয়র বলেন, ‘যুগোপযোগী নবায়নযোগ্য জ্বালানি শক্তির সমাধান প্রকল্পের এ কার্যক্রম শুধু অটোচার্জার নয়, বরং বাসাবাড়িতেও এটি হতে পারে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর