প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ছাত্রসমাজের অতুলনীয় আত্মত্যাগে ঋদ্ধ হয়েছে আমাদের আত্মপরিচয়ের দীর্ঘ সংগ্রাম। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ঐতিহাসিক গৌরবগাথায় জড়িয়ে আছে ছাত্র-ছাত্রীদের স্বপ্রতিভ অবদান। মুক্তিযুদ্ধে তাদের সশস্ত্র অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা বিশ্বের বুকে আমাদের এনে দিয়েছে লাল-সবুজের পতাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারণা কেবল শ্রেণিকক্ষ, পাঠদান, পরীক্ষা কিংবা ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ না হয়ে মৌলিক জ্ঞানচর্চা ও মুক্তবুদ্ধির অনুশীলন বহমান রাখতে হবে। আপামর জনতার নিঃস্বার্থ সেবার মানসিকতায় উজ্জীবিত হতে হবে শিক্ষার্থীদের। মনে রাখতে হবে শ্রেণি, পেশা, ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে আমরা সবাই শহীদদের রক্ত¯œাত এ মাটির সন্তান। সভায় সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, স্বাগত বক্তৃতা করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল কাইউম, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুরশীদ আবেদীন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান কাওসার। সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন। এর আগে সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন তারা।