বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জাল সার্টিফিকেটে চাকরি ফাঁসের হুমকিতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সার্টিফিকেট জাল করে চাকরি নেওয়ার পর সেই ঘটনা ফাঁস করে দেওয়ার ভয় দেখালে সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন রবিউল আলম হৃদয়। ২১ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনা সদর উপজেলার হোসেনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এ সময় সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, সার্টিফিকেট জাল করে চাকরি নেওয়াকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে জীবনের শত্রুতা শুরু হয়। এর জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ধানুয়া উত্তরপাড়া গ্রামে ১০ ফেব্রুয়ারি রাতে ছুরিকাঘাতে জীবন চন্দ্র বিশ্বাসকে (২৮) খুন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সুমন চন্দ্র বিশ্বাস শ্রীপুর থানায় একটি মামলা করেন। এরপর সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত রবিউল আলম হৃদয়ের অবস্থান শনাক্ত করা হয়। এরপর এলআইসির একটি টিম অভিযান পরিচালনা করে হৃদয়কে গ্রেফতার করে।

হৃদয় তার বড় ভাই শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের সনদপত্র দিয়ে নিজে ওই নামের ব্যক্তি পরিচয়ে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থিত ‘এজিস সিকিউরিটি ফোর্স’ নামে একটি কোম্পানিতে ২১ দিনের সিকিউরিটি গার্ডের কোর্স সম্পন্ন করেন। এরপর ময়মনসিংহের ভালুকার ‘দি অ্যাপারেলস ইস্ট জামিরদিয়া’ নামের পোশাক কারখানায় গার্ড হিসেবে প্রায় ৮ মাস কাজ করেন। পরে শ্রীপুরের ‘হাজীবাড়ী প্লান্ট’ নামের হাঁস-মুরগির খামারের সিকিউরিটি গার্ড হিসেবে প্রায় ২ মাস কাজ করে আসছিলেন। এই খামারেই জীবন চন্দ্র বিশ্বাসের সঙ্গে তার পরিচয় হয়। কোম্পানির চার রুমের ভাড়া করা বাসার এক রুমে তারা দুজন প্রায় দুই মাস বসবাস করে আসছিলেন। জীবন চন্দ্র ঘটনার দিন হৃদয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন, না হলে হৃদয় যে সার্টিফিকেট জাল করে চাকরি নিয়েছেন তা ফাঁস করে দিবেন বলে হুমকি দেন। এতে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে হৃদয় ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে জীবনের পেটে আঘাত করেন। এরপর চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর