বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ওয়েটার মো. ফরহাদ, মো. ফয়সাল আহমেদ, বাবুর্চির সহকারী সরোয়ার হোসেন, চা তৈরির কারিগর মো. তামিম, বাবুর্চি মো. সবুজ ওরফে ফরহাদ চৌধুরী ও নাহিদ। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল সকাল সাড়ে ৯টায় কলাবাগানের স্কয়ার হাসপাতাল-সংলগ্ন এফ এ আল বোরাক রেস্তোরাঁয় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সারওয়ারের শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ ফয়সাল, তামিম ও ফরহাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দগ্ধ সবুজ ও নাহিদ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দগ্ধরা জানান, সকালে রেস্তোরাঁ খুলে আমরা কাজ শুরু করি। চা তৈরির সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আতঙ্কে ভিতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে গেলেও আমরা দগ্ধ হই। কলাবাগান থানার এসআই ফিরোজ আলী জানান, সিলিন্ডারের যে কোনো একটি থেকে গ্যাস লিক হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন রেস্তোরাঁর কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর