শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সম্মিলিত প্রচেষ্টা জরুরি : গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ হয়ে সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, দেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত জরুরি। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রাজধানীর পূর্ত ভবন সম্মেলন কক্ষে পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ৩৬তম কাউন্সিল অধিবেশন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদ। সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মির্জা এ টি এম গোলাম মোস্তফা। মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর