শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দীর্ঘ ২১ বছর পর শেরপুর আওয়ামী লীগ মঞ্চে মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ২১ বছর পর গতকাল শেরপুরে আওয়ামী লীগের মঞ্চে উঠেছেন। শহরের পৌর মাঠে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তাঁর এ ওঠা। মতিয়া জাতীয় সংসদের শেরপুর-২ আসনের (নকলা-নালিতাবাড়ী) সদস্য। জেলা আওয়ামী লীগ সভাপতি শেরপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বে শেরপুর সদরের রাজনীতির সঙ্গে মতিয়া চৌধুরী নেই। মতিয়াকে শেরপুরে বিভিন্ন অনুষ্ঠানে আসতে আহ্বান জানালেও তাতে তিনি সাড়া দেননি।

সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগ দল গোছাতে এ অঞ্চলের জন্য যে কমিটি গঠন করে তার অন্যতম সদস্য মতিয়া চৌধুরী।

সূত্র জানান, মতিয়ার মান ভাঙাতে আতিক মতিয়ার সঙ্গে দেখা করেন এবং সরেজমিন এসে সম্মেলনের মাধ্যমে কমিটি করে দেওয়ার অনুরোধ জানান। মতিয়া ২১ বছর পর শেরপুরে এলেন।

জানা গেছে, সর্বশেষ ২০০১ সালের ১ অক্টোবর সংসদ নির্বাচনের কদিন আগে সদরের চরাঞ্চলে হুইপ আতিকের একটি নির্বাচনী রাজনৈতিক সভায় মতিয়া এসেছিলেন। তবে ২০১৫ সালের ১৯ মে জেলা আওয়ামী লীগের সম্মেলন মুখ রক্ষার উদ্বোধন করেন মতিয়া। এর পর থেকেই শেরপুরে কোনো ব্যাপারে মতিয়ার প্রকাশ্যে কোনো ভূমিকা নেওয়া দূরের কথা, শেরপুর আওয়ামী লীগের কোনো মঞ্চে দেখা যায়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর দিন নির্বাচনের লিখিত ফলাফল নিতে জেলা প্রশাসক অফিসে এসেছিলেন। ফলাফল নিয়ে সোজা গাড়িতে করে নকলায় চলে যান। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের পর দিন একই কায়দায় ফলাফল নিয়ে নকলায় ফেরেন। এভাবে শেরপুরে এলেও তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেননি। তবে নিজ নির্বাচনী এলাকায় ঘন ঘন আসেন। শেরপুরের রাজনৈতিক মহলের মতে মতিয়ার শেরপুরে আগমন এলাকার উন্নয়নের জন্য ইতিবাচক। গতকাল মঞ্চে মতিয়া-আতিকের হাস্যোজ্জ্বল উপস্থিতিতে নেতা-কর্মীরা পুলকিত। সম্মেলন উপলক্ষে আগত হাজার হাজার মানুষকে দেখিয়ে আতিক তাঁর বক্তৃতায় মতিয়ার উদ্দেশে বলেন, ‘দেখুন আপা! আপনার রেখে যাওয়া আওয়ামী লীগ নষ্ট করিনি। ধরে রেখেছি।’

সম্মেলনে প্রধান অতিথি মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং এমপি, এ কে এম ফজলুল হক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, ফকরুল মজিদ খোকন, আনোয়ারুল হাসান উৎপল, আনিছুর রহমান, অ্যাডভোকেট সুব্রত দে ভানুসহ কয়েক শ নেতা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর