শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ছয় দফা দাবিতে পাটকল শ্রমিকদের অনশন খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বন্ধ হওয়া পাটকল চালুসহ ছয় দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে বেসরকারি পাটকল শ্রমিকরা। খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, এ্যাজাক্সসহ বন্ধ পাটকল চালু, সোনালী জুট মিল পূর্ণাঙ্গরূপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। গতকাল খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতারা বলেন, মালিকরা পাটকল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেয়, এরপর সে টাকা অন্য খাতে ব্যয় করে আর শ্রমিকদের তাদের বকেয়া গ্রাচ্যুইটি, পিএফ ও মজুরির জন্য রাজপথে আন্দোলন করতে হয়।

তারা বলেন, সরকারি পাটকল বন্ধ করার কিছুদিন পর সরকার শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করেছেন। কিন্তু বছরের পর বছর বেসরকারি পাটকল মালিকরা কারখানা বন্ধ ও শ্রমিকের পাওনা পরিশোধ না করেও বহাল তবিয়তে রয়েছে। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন। প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিল হোসেন, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর