শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের লাগাম টানতে আন্দোলনে যাবে বিএনপি

---------- নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাঁর দলের আন্দোলনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, খুব শিগগিরই বিএনপি কর্মসূচি নিয়ে রাজপথে আসবে। সে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিসহ সবার কাছে অনুরোধ জানাচ্ছি। দ্রব্যমূল্যের লাগাম টানতে আন্দোলনে যাবে বিএনপি। আসুন সবাই মিলে সাধারণ ও গরিব মানুষকে রক্ষা করার জন্য দ্রব্যমূল্য রোধের আন্দোলন করি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আয়োজক ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ, মৎস্যজীবী দলের আবদুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, নিপুণ রায় চৌধুরীসহ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সাম্প্রদায়িক উসকানিদাতা কেরানীগঞ্জ মডেল থানার ওসির শাস্তির দাবিতে এ মানববন্ধন পালিত হয়। নজরুল ইসলাম খান বলেন, এই আন্দোলন খুবই দরকার। মানুষ কষ্ট পাচ্ছে। ক্ষমতায় যাওয়া না যাওয়ায় কিছু যায় আসে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর