শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

সিলেটে ‘ওয়াসা’ প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নিশ্চিতে ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (ওয়াসা) প্রতিষ্ঠা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন এলাকায় থাকবে ওয়াসার কার্যক্রম। স্থানীয় সরকার বিভাগ থেকে ২ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ওয়াসা গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে। সিটি করপোরেশন ওয়াসা গঠনের লক্ষ্যে মন্ত্রণালয়ে কাগজপত্র প্রেরণ করে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল। সিলেট সিটি করপোরেশন এলাকায় ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) গঠনের কার্যক্রম গ্রহণে ২৭ ফেব্রুয়ারি পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ১৯৯৬ আইন অনুযায়ী এক ভার্চুয়াল পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছিলেন, সিলেট মহানগরেতে ওয়াসা গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দফতর ও সংস্থাকে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই ওয়াসা গঠনের প্রজ্ঞাপন জারি হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর